
ট্রাম্প প্রশাসনের শর্ত প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ২ বিলিয়ন ডলারেরও বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছে। এবার অভিজাত এই বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে স্থানীয় সময় বুধবার এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমেরিকার প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টিতে এখন থেকে নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারকে সরবরাহ করতে বলা হয়েছে। আর এ কাজে কর্তৃপক্ষ ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার অনুমোদন বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ কঠোরতা।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নওম বুধবার এক বিৃবতিতে বলেছেন, হার্ভার্ডে ইহুদিবিদ্বেষী কার্যক্রম এবং ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ড নির্মূল করতেই প্রশাসন এখানকার বিদেশি শিক্ষার্থীদের ‘অবৈধ এবং সহিংস’ কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। চলতি বছর এখানে ২৭ শতাংশেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব তথ্য দিতে হবে প্রশাসনকে।
যদি হার্ভার্ড কর্তৃপক্ষ তথ্য দেওয়ার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ মেনে চলছে এমন প্রমাণ দিতে না পারে তবে তাদের ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ সার্টিফিকেশন বাতিল করা হবে। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বিদেশি শিক্ষার্থী কর্তৃক অন্যান্য শিক্ষার্থী বা কর্মীকে হুমকি, শিক্ষার পরিবেশে বাধাদান এবং বিক্ষোভে অংশ নেওয়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারকে দিতে হবে।
অনুদান বন্ধের আগেই এই বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা বাতিলের জন্য অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হার্ভার্ডের এক মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নওমের চিঠি সম্পর্কে অবগত। তবে তারা তাদের আগের বিবৃতিতে অনড়। সরকারের চাপে বিশ্ববিদ্যালয়টি তার স্বাধীনতা পরিহার করবে না। শুধু তা-ই নয়, বাকস্বাধীনতার মতো সংবিধানের প্রথম সংশোধনীর অধিকারও ছাড়বে না তারা।
বুধবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হার্ভার্ডকে আর শিক্ষার জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের তালিকায়ও এটিকে রাখা হবে না। এটি তামাশা, ঘৃণা আর বোকামি শেখায়। তাই এদের ফেডারেল তহবিলও দেওয়া হবে না।
ফেব্রুয়ারিতে ইহুদিবিরোধী টাস্ক ফোর্স পর্যালোচনার জন্য কমপক্ষে ৬০টি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন।