![Image description](https://content.bdtoday.net/files/img/202502/866b3aa4d4064f7264501a4c63780e4f.png)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তুলে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৯ ছাত্রীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি চবির একদল শিক্ষার্থী শেখ হাসিনার হলের নামফলক ও কনক্রিটের তৈরি নৌকা ভাঙতে গেলে বাধা দেয় হলটির কিছু ছাত্রী। এসময় সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এছাড়াও কর্মরত সাংবাদিক ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ওই হলের আরও ৯ জন ছাত্রীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় মোট ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এই ঘটনায় ১ জনকে বহিষ্কারসহ মোট ১০ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের তালিকা রাতে প্রকাশ করা হবে।