Image description
 
 

টিএসসিতে ২০২২ সালে শিক্ষার্থীদের আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণ ফের কাওয়ালির সুরে মেতে উঠেছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত এ কাওয়ালি সন্ধ্যায় অংশ নেন দেশের প্রখ্যাত শিল্পীরা। কাওয়ালি সন্ধ্যায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন উপস্থিত ছাত্র-জনতা।

টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত আয়োজনে কাওয়ালি পরিবেশন করেন শিল্পী নাদিম কাওয়াল ও ফাহিম ফয়সাল তাদের দল। এছাড়া ২০২২ সালে টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার শিকার হওয়া শিল্পীরাও এ আয়োজনে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ২০২২ সালে টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জড়িত ছিল। ঘটনার চার বছর পেরিয়ে গেলেও হামলাকারীদের বিচার না হওয়ায় প্রতিবাদস্বরূপ আজকের এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আরও বলেন, ভাষা ও সংস্কৃতির রাজধানী ঢাকাকে তার প্রাণকেন্দ্রে ফিরিয়ে আনার লক্ষে এ সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সবাইকে এই লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে অনুষ্ঠানের অংশ হিসেবে কাওয়ালি পরিবেশনের পাশাপাশি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষেও দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে আয়োজকদের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিও জানানো হয়।

উল্লেখ, ২০২২ সালে টিএসসিতে শিক্ষার্থীদের আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হলেও এখনো দোষীদের বিচারের মুখোমুখি করা হয়নি। আজকের কাওয়ালি সন্ধ্যা সেই ঘটনার স্মরণ ও প্রতিবাদের অংশ হিসেবেই অনুষ্ঠিত হয়।