মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ মুক্তির পর থেকেই আবেগে ভাসাচ্ছে দর্শকদের। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভুল-ভাঙন আর ভালোবাসার গল্পে অনেকে নিজেদের জীবনের ছায়া খুঁজে পাচ্ছেন। মাত্র তিন দিনেই পৌঁছে গেছে কোটি ভিউয়ের ক্লাবে নাটকটি। হাজার হাজার আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা।
নির্মাতা রাজ নিজেই জানিয়েছেন, মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটে ১০ লাখ, ৯ ঘণ্টা ৩৭ মিনিটে ২০ লাখ, ১৩ ঘণ্টা ৩১ মিনিটে ৩০ লাখ এবং ২৪ ঘণ্টায় ৬০ লাখ ভিউ ছাড়ায় এটি। গেল ১০ জানুয়ারি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘সম্পর্কের গল্প’। প্রায় দুই ঘণ্টার এই ফিল্মটি মুক্তির প্রথম কয়েক ঘণ্টাতেই রেকর্ড ভিউ অর্জন করে।
তিনদিনে এসে ভিউ পৌঁছে যায় কোটির ঘরে এবং মন্তব্য জমা পড়ে ২১ হাজারেরও বেশি।
নির্মাতা দুই ঘণ্টার এই ফিকশনে সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন । গল্পের কেন্দ্রে রয়েছে মা–মেয়ের সম্পর্ক—যেখানে মায়ের অনুপস্থিতি থেকেও তৈরি হয় গভীর প্রভাব। সেই শূন্যতা থেকে জন্ম নেওয়া অভিমান আর ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটিনীর অভিনয়ে যেন বাস্তব হয়ে ওঠে। মনিরা মিঠুর আবেগময় অভিনয় নাটকটির আবহকে আরও ভারী করে তোলে।
পুরো নাটকে তটিনী ও মনিরা মিঠুর দৃশ্যগুলোই হয়ে উঠেছে আবেগের মূল শক্তি। না বলা কষ্ট, জমে থাকা অভিমান আর ভালোবাসার নীরব প্রকাশ—সবকিছু মিলিয়ে মা–মেয়ের সম্পর্ক, তা এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।
গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ বাংলা ফিকশনের ইতিহাসে অন্যতম সফল কনটেন্ট হিসেবে জায়গা করে নেয়। সেটির ভিউ ৩ কোটিরও বেশি। সেই ধারাবাহিকতায় ‘গল্প’ সিরিজের নতুন সংযোজন হিসেবেই এসেছে ‘সম্পর্কের গল্প’।
নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাতসহ আরো অনেকে।
আরটিএনএন