সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবন সম্পর্কে কথা বলেছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই পডকাস্টে বলা কিছু কথাকে স্ক্রিপটেড উল্লেখ করে বুধবার (৭ জানুয়ারি) ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেছেন তিনি।
সেই পডকাস্টে জোভান বলেছিলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে- মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’ এবার ভিডিও বার্তায় এসে এই কথাগুলো স্ক্রিপটেড বলে জানালেন তিনি।
জোভান বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।’
অভিনেতা আরও জানান, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি। দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’
এই কথাগুলো জোভান তার হাতে থাকা একটি চিরকুট দেখে পড়ছিলেন। এরপরে মজা করে জোভান তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ তখনই জোভান ও তার স্ত্রী হেসে ওঠেন।
তাই এখন ধারণা করা হচ্ছে, কনটেন্ট বানানোর অংশ হিসেবে হয়তো অভিনেতা এই ভিডিওটি করেছেন। তবে কাজটা মজার ছলে করা হলেও বিষয়টিকে অধিকাংশ অনুরাগীই ভালোভাবে নেয়নি।