Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়তে চান কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)। আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, আমি রাজনীতির সঙ্গে আছি দীর্ঘদিন ধরে। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করব। যেহেতু আমি কোন দলের নই সেজন্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। 

এসময় তিনি বলেন, আমি এর আগে ঢাকা থেকে নির্বাচন করেছি। কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরেও আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। এবারের নির্বাচনে আমি স্বচ্ছতা চাই।

হিরো আলম বলেন, রাজনৈতিকভাবে যখন আমাকে কেউ হারাতে পারে না, তখন আমাকে ঘায়েল করার জন্য উল্টো পালটা বিভিন্ন মামলা দিয়ে দেয়। এসময় তিনি বলেন, আমি বেগম খালেদা জিয়াকে দেখতে যাইনি। কিন্তু তার জন্য দোয়া করেছি।