Image description

টালিউড নির্মাতা গৌতম ঘোষ সদ্য স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে হারিয়েছেন। স্ত্রী পাশে না থাকলে তিনিও পরিচালক হয়ে উঠতে পারতেন না বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বিশ্বমানের পরিচালক গৌতম ঘোষ।

গত ১৮ অক্টোবরে ৭০ বছর বয়সে প্রয়াত হন গৌতমপত্নী নীলাঞ্জনা ঘোষ। নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার হাতের কাঁথাশিল্পের কাজ ছিল দেখার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রয়াণে শোক প্রকাশ করেছিলেন।

পরিচালক বলেন, ‘স্ত্রীকে পাশে না পেলে এতদিন ধরে সিনেমা নির্মাণ করতে পারতাম না। নীলাঞ্জনা আমায় সারাক্ষণ আগলে রেখেছে। আমার কাজে নানাভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন, আমি আজ যা, যতটুকু— সবটাই ওর জন্য।’

কেন স্ত্রীকে মনে পড়ল ‘মনের মানুষ’ পরিচালকের? চলতি বছর আন্তর্জাতিক সমালোচক সংগঠন ‘ফিপ্রেসকি’-র শতবর্ষ উদযাপন। সেই উপলক্ষ্যে আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় অবদানের নিরিখে ‘জীবনকৃতি’ সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ। সেই সম্মান পাওয়ায় তাকে স্মরণ করিয়ে দিল স্ত্রী নীলাঞ্জনার কথা।

এবার কি অবসরের পরিকল্পনা?—এমন প্রশ্নের উত্তরে গৌতম ঘোষ বলেন, ‘এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই। এই সম্মান লাভ কোনোভাবেই আমাকে অবসরের দিকে ঠেলবে না।’