
ফের আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এবার কোনো নাটক বা ফটোশুট নয়, এক ‘গিফট’ নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন তানজিন তিশা।
এ নিয়ে সম্প্রতি এক নারী উদ্যোক্তার পাঠানো উপহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তানজিন তিশা নিজের ফেসবুক পোস্টে লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”
তার এই মন্তব্য ঘিরে কমেন্ট বক্সে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ইউসুফ আলি নামে একজন ভক্ত লেখেন, ‘আপু, এদের মতো উদ্যোক্তাদের কাছ থেকে দূরে থাকুন।’
আরেকজন কমেন্টে লিখেছেন, ‘আচ্ছা, এদের পিছে পড়ে আছে কারা? এদের কি আজাইরা কাজ ছাড়া কিছু নেই?’ অন্য একজন কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, ‘কি হলো আবার?’
ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী তানজিন তিশা। এরপর টেলিভিশন নাটক ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।
বর্তমানে তিশা ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমাতে তিনি অভিনয় করছেন শাকিব খানের দুই নায়িকার একজন হয়ে। ঢাকার বিভিন্ন স্থানে এখন সিনেমাটির শুটিং হচ্ছে।