
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন আবুল কালাম আজাদ এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও শাবনূর।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা গানটি দীর্ঘ ২৩ বছর পর গানটি আবারও ফিরে আসছে নতুনভাবে। এবার এটি শোনা যাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। নতুন এই গানটি নির্মিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। পুরোনো গানের প্রথম দুই লাইন ব্যবহৃত হয়েছে ব্রিজ লাইনে। সম্পূর্ণ নতুন কথা ও সুরে সাজানো হয়েছে বাকি অংশ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও জনপ্রিয় সংগীতশিল্পী কনা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।
গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘পুরোনো গানটির জনপ্রিয়তা মাথায় রেখে নতুন গানটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে। তবে আগের গানের আবহ টিকিয়ে রাখার জন্য কোরাসে সেই দুই চেনা লাইন রাখা হয়েছে। পূজাকে সামনে রেখে এই গানটি বড় পরিসরে তৈরি করা হচ্ছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
নতুন গানটির মিউজিক ভিডিওতেও চমক রয়েছে। ফেরদৌস-শাবনূর জুটির পরিবর্তে এতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগেও ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’ গানের ভিডিওতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নির্মিত বিশাল সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে ফেসবুকে একটি ছবি শেয়ার করে অমি জানিয়েছেন, সফলভাবে ভিডিও ধারণ শেষ হয়েছে এবং খুব শিগগিরই গানটি মুক্তি পাবে।
জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।