
২০০৩ সাল। বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ক্যারিয়ার তখন খানিকটা স্তিমিত। যদিও সেই সময় সালমানের মেজাজ ছিল রাজার মতোই। ‘তেরে নাম’ সিনেমার শুটিং করছিলেন তিনি। এ সিনেমাই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বিপুল সাফল্য পান ভাইজান।
এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন ইন্দিরা কৃষ্ণন। অভিনেত্রী ভূমিকা চাওলার বড় বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমায় ভূমিকা ও তার বড় বোনের সঙ্গে মতবিরোধের দৃশ্যে দেখা যায় সালমানকে। সেই সময় তিনি অভিনেত্রীকে হুমকি দেন, তার গায়ে হাত পড়লে তার নাকি ক্যারিয়ার শেষ করে দেবেন।— এমনকি ইন্ডাস্ট্রিতে যাতে কাজ না পান সেই ব্যবস্থাও করবেন ভাইজান।
সালমান ‘তেরে নাম’ সিনেমার সেটে ইন্দিরাকে ভয় দেখিয়ে বলেন, কোনো মারের দৃশ্যে তাকে মারা যাবে না। যদি ইন্দিরা অন্যথা করেন, সংবাদ মাধ্যমের কাছে সবটা ফাঁস করে দেবেন বলেও জানান অভিনেতা। এমনকি সবাইকে গিয়ে তিনি বলবেন— তুমি আমাকে মেরেছো।
এমন কথা শুনে অঝোরে কাঁদতে শুরু করেন অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। সালমানের দেহরক্ষী পর্যন্ত বারবার নাকি ইন্দিরাকে বলতে থাকেন— ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষা নেই। দীর্ঘক্ষণ এমনটা চলল।
এরপর সালমান নিজেই এসে জানান, সবটাই তার সঙ্গে রসিকতা করা হচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে এমনটা চলে ইন্দিরার সঙ্গে।
অভিনেত্রী কান্নাকাটি শুরু করলে হেসে ফেলেন সালমান খান। সেটে ভীষণ মজার মানুষ তিনি, রসিক স্বভাবের। তাই প্রায়শই সহ-অভিনেতাদের সঙ্গে এমনটি করেই থাকেন ভাইজান।