Image description

‘শেখ হাসিনা পালায় না, পালাতে জানে না’ বা ‘বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব’, কিংবা ‘কেউ পাকা পাকা কথা বলো না’- বিভিন্ন সময় কথাগুলো বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থাতেই নির্ভয়ে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

শুধু তাই নয়, গেল বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম কাতারে থাকা শিল্পীদের একজন ছিলেন তিনি। গান আর কবিতা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন এই সংগীতশিল্পী। শুধু রাজপথেই নয়, সায়ানের কথার যুদ্ধ চলেছে নেটদুনিয়াতেও।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার গাইলেন সায়ান। তার গানে উঠে এসেছে ফ্যাসিবাদী সরকারের দাম্ভিকতার কথাগুলো। তিনি এর শিরোনাম দিয়েছেন ‘রানি মা… ২০২৫’। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গতকাল মঙ্গলবার গানটি প্রকাশ করেছেন তিনি।

গানের কথাগুলো এমন- ‘বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে/ বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে/ বেশি কথা শুনতে রাজি না, কেউ পাকা পাকা কথা বলো না’। বরাবরের মতো এবারের গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করে সায়ান লিখেছেন, ‘বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানিকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের গণ-অভ্যুথান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে। এই বিশ্বাস নিয়ে বাঁচব!’

তিনি আরও লিখেছেন, ‘স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যাথাহত পরিবারকে। স্মরণে রাখি প্রত্যেক আহত যোদ্ধাকে। স্মরণে রাখি দেড় যুগের অত্যাচারের শিকার সকল নিপীড়িত প্রাণকে। সবটুকু স্মরণে রেখেই, সবশেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক দামে এসেছিল এই মাটিতে আরেকবার এবং আসবে, বারবার।’

গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ঘটা করে পালন করা হয়েছে। এর পেছনে সাধারণ মানুষের অবদানের কথা স্বীকার করে সায়ান লিখেছেন, ‘আজকের (গতকাল মঙ্গলবার) সকল উদযাপন যতটা না কোনো এক দুষ্ট শাসকের পতনের, তার চেয়ে ঢের বেশি দেশের সাধারণ মানুষের, যারা কোনো মাস্টারমাইন্ড বা মেটিকুলাস ডিজাইনের ধার ধারে না, সময় মতন নিজের অস্তিত্ব নিয়ে হাজির হয়! মাটির মানুষের শক্তিতে ভরসা রাখলাম সব চেয়ে বেশি।’