Image description

ধূমকেতুর মতোই উত্থান হয়েছিল ভারতীয় অভিনেতা ভিভিয়ান ডিসেনার। মাঝে বেশ কয়েক বছর অন্তরালে চলে গিয়েছিলেন। পরে  জানা যায়, ২০১৯ সালে পর্তুগিজ বংশোদ্ভূত ভিভিয়ান ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন। ২০২২ সালে মিসরের সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিভিয়ানের ধর্ম পরিবর্তন করা প্রসঙ্গে মুখ খুললেন তার স্ত্রী নওরান। নওরান জানান, আমাকে বিয়ের জন্য ভিভিয়ান যখন ইসালম গ্রহণ করে, তখন আমার বিরুদ্ধে জিহাদের অভিযোগ আনা হয়। আমাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হতে হয়। 

তিনি আরও বলেন, আমি ভিভিয়ানকে স্পষ্টভাবে বলেছিলাম- ইসলাম ধর্ম ত্যাগ করে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কারণ আমি আমার ধর্মীয় রীতিকে সম্মান করি। ইসলাম ধর্মান্তরিত হওয়ার অনুমতি দেয় না। তাই আমি ওর থেকে ৬ মাস দূরে ছিলাম। এমনকি আমি ওর কোনো মেসেজের উত্তরও দেইনি। 

নওরান আরও বলেন, ভিভিয়ান ৬ মাস ধরে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করে, আমার বন্ধুদের বলেছে- ও আমার সঙ্গে কথা বলতে চায়। দেখা করতে চায়। দীর্ঘদিন পর দেখা হলে ও আমায় জানায়, ধর্মান্তরিত হতে প্রস্তুত, আমার জন্য নয় বরং নিজের জন্য। এর অর্থ আমি ওর সঙ্গে না থাকলেও ভিভিয়ান ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। ওকে বিশ্বাস করতে আমার ১-২ সপ্তাহ সময় লেগেছিল যে, ও সত্যিই নিজের জন্য ধর্মত্যাগ করতে চায় কিনা। আমি কখনো চাইনি ও আমার জন্য নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হোক। 

২০২২ সালে মিসরীয় সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেন ভিভিয়ান ডিসেনার। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

মিসরীয় সাংবাদিকের সঙ্গে পরিচয় হওয়া প্রসঙ্গে ভিভিয়ান জানান, নওরান তার একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। তিনি তাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রায় ৪ মাস অপেক্ষায় রাখেন। এরপর রেগে গিয়ে ভিভিয়ানের টিমের কাছে একটা মেসেজ পাঠিয়ে সাংবাদিক নওরান বলেন, ভিভিয়ান খুবই অপেশাদার। এরপর সাক্ষাৎকার দেওয়ার প্রতিশ্রিতি দেন অভিনেতা। পরে নওরানের আমন্ত্রণে ভিভিয়ান মিসরে একটা অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানেই তাদের প্রথম আলাপ হয়।

এর আগে ২০১৩ সালে ওয়াহ্বিজ দোরাবজিকে বিয়ে করেছিলেন ভিভিয়ান। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।