দ্য মিরর এশিয়াকে তাসনুভা তিশা:
টিভি নাটকে এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তাসনুভা তিশা। সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালটা দারুণ কেটেছে তার। বিরতি ভেঙে অভিনয়ে ফিরে মনে রাখার মতো বেশ কিছু কাজ উপহার দিয়েছেন দর্শকদের। নতুন বছরেও এই ধারা ধরে রাখতে চান তিনি।
দ্য মিরর এশিয়ার সঙ্গে আলাপে সদ্য বিদায় নেওয়া বছরে নিজের কাজ নিয়ে বেশ সন্তুষ্টিই ধরে তাসনুভা তিশার কণ্ঠে। সেই সঙ্গে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন, নতুন বছরটা যেন আরও ভালো কাটে। আমার সকল দর্শকদের জন্যও শুভ কামনা। তাদের জন্য নতুন বছর সুন্দর হোক।’
তাসনুভা তিশা অবশ্য এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতা প্রথমে এগিয়েই নিতে চাচ্ছিলেন না। শুরুতেই জানিয়ে দেন, ‘আমি আসলে ইন্টারভিউ দিতে চাচ্ছি না। এখন ইন্টারভিউ দিতে খুব আনকমফোর্ট ফিল করি।’
পরে আলাপে আলাপে তার এই অনাগ্রহের কারণটা জানা যায়। তিশা বলেন, ‘ইদানিং বেশিরভাগই যেটা হচ্ছে, দেখা গেল আমি একটা কথা একভাবে বলেছি, কিন্তু সেই কথাটাই এমন কোনো হেডিং দিয়ে ছাড়া হয়, তাতে অর্থটাই বদলে যায়।’
তিশার কণ্ঠে বেশ বিরক্তিই ফুটে উঠে এ সময়। আক্ষেপ নিয়ে বলেন, ‘দেখুন আমাদেরও তো পরিবার আছে। এগুলোর প্রভাব আমাদের পারিবারিক জীবনে পড়ে।’
তিশা আরও বলেন, ‘আমি এখন শুটিং সেটেও খুব ভয়ে থাকি। কখন কোন দিক থেকে কে কি ভিডিও করল। এই ভয় কাজ করে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে বলা যায় কন্টেন্ট ক্রিয়েটরে সয়লাব দেশ। যাদের অনেকেই প্রশংসনীয় কাজ করছেন। আবার উল্টো চিত্রও আছে। শুধু মাত্র ভিউয়ের পেছনে ছুটে যা ইচ্ছে তাই ছেড়ে দিচ্ছেন কেউ কেউ। অনেকের এ ক্ষেত্রে টার্গেট বিভিন্ন জগতের তারকারা।
আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে অনেক সংবাদমাধ্যমের সংবাদ উপস্থাপনের ধরনও বদলে গেছে। যেখানে সাংবাদিকতার বালাই থাকছে না। তিশা সেই দিকে ইঙ্গিত করে বলেন, ‘৫-৬ বছর আগে তো এমন পরিবেশ ছিল না। আমার কোনো ইন্টারভিউ ছাপা হবে শুনলে রোমাঞ্চিত থাকতাম। কিন্তু এখন সাংবাদিক শুনলেই ভয়ে পালাই।’
পরক্ষণেই অবশ্য তিশা যোগ করেন, ‘আমি সবাইকেই এমনটা বলছি না। আপনাদের জন্য আমার সব সময়ের জন্যই শুভ কামনা। আপনারা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে পাশে থাকবেন।’
তাসনুভা তিশা যোগ করেন, ‘নতুন বছরে সবকিছু বদলে যাক। এটাই প্রত্যাশা করি।’
বছরের শুরুতেই ‘চ্যালেঞ্জ’ নামে একটি নাটক এসেছে তিশার। আদিব হাসানের পরিচালনায় নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। তিশা জানিয়েছেন, নাটকের পাশাপাশি নতুন বছরে ওটিটির একটি কাজ নিয়েও আলোচনা চলছে। ব্যাটে-বলে সব মিলে গেলে ফের ওটিটিতে দেখা যাবে ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজে অভিনয় করে সাড়া ফেলা এই অভিনেত্রীকে।