
জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। ইউটিউবার হিসাবে সামনে আসা সালমান মুক্তাদির অল্প সময়ের ব্যবধানে তারকা হয়ে ওঠেন। বেশ আলোচিত এ ইউটিউবার নিজের কাজের পাশাপাশি বরাবরই দেশের বিভিন্ন ইস্যুতে সরব থাকেন। গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক—সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমানের একটি ভিডিও। ওই ভিডিওতে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা জানান এ সেলিব্রেটি।
বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।’
দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।
ছোটবেলা থেকেই বিদেশ যাবার ইচ্ছা ছিল জানিয়ে সালমান বলেন, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’