
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাই নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।
ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করাবেন, সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন।
পোস্টারে যুদ্ধের পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডের সামনে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারে সিনেমার টাইটেল ‘অপারেশন সিঁদুর’-এর আগে ‘ভারত মাতা কি জয়’ লেখা হয়েছে। তবে এই পোস্টার প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়তে হচ্ছে নির্মাতাদের। খোদ ভারতীয় নাগরিকরা এই নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন।
সেলিব্রিটি ফটোগ্রাফার মানব মঙ্গলানি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টারটি শেয়ার করেছিলেন। তবে কিছুক্ষণ পর তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়।