Image description
 

বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ চিত্রনায়ক রুবেলকে নিয়ে মৃত্যুর গুজব ওঠে। কে বা কারা গুজব ছড়ায় ফেসবুকে। এ নিয়ে একাধিকবার রুবেল ক্ষোভ প্রকাশ করেছেন। এবার রুবেলের বড় ভাই চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ক্ষোভ ঝাড়লেন গুজবকারীকে নিয়ে। এ–ও জানালেন, ‘মৃত্যু নিয়ে মিথ্যা কথা ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।’সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানো হয়। বিষয়টি নজরে আসার পর এক ফেসবুক পোস্টে অভিনয়শিল্পী বড় ভাই সোহেল রানা লিখেছেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

 

দুই ভাইয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না চিত্রনায়ক রুবেলকে। সর্বশেষ তাঁকে রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে। এদিকে সোহেল রানা অনেক দিন ধরে অভিনয়ে নেই। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে একটা সময় রাজনীতি নিয়ে ব্যস্ত হলেও একটা সময় সেখানেও অনিয়মিত হয়ে পড়েন।

 

সম্প্রতি এই অভিনয়শিল্পী অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন। শুধু তা–ই নয়, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডেও তাঁকে আর দেখা যাবে না—এমনটাই জানিয়েছেন। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন তিনি।১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’ সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এই সিনেমার মাধ্যমেই অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।