
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম সম্প্রতি একটি পোস্টে নির্বাচন অবৈধ হলেও মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি বৈধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “নির্বাচন অবৈধ কিন্তু মেয়র বৈধ। বিচার বিভাগকে হাস্যকর বানিয়ে দিয়েছে। ইশরাক ভাইকে বৈধ দিলে হিরো আলমকে দিলে সমস্যা কী? সংসদ তো নেই, এমপি সম্মানটা তো এখন তোপাবো।”
হিরো আলমের এ বক্তব্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EofNH96hx/