Image description
 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নানা অপকর্ম নিয়ে একাধিক নাটক, টেলিছবি ও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। জানিয়েছেন, বিগত সরকারের আমলে ঘটে যাওয়া নির্মম ও স্পর্শকাতর ঘটনাগুলো পৃথকভাবে তুলে ধরা হবে তারা বিভিন্ন কাজে।

তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রকাশ হয়েছে গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখার গোপন স্থান ‘আয়নাঘর’র ছায়া অবলম্বনে নির্মিত নাটক ‘নাস্তা’। ৯০ মিনিটের নাটকের অভিনয় করেছেন আরশ খান, শাওকাত হোসেন মামুন, সার্জিন হোসেন জিমুসহ অনেকে।

গল্পে তুলে ধরা হয়েছে জুলাইয়ের গণআন্দোলন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের নির্মমতা, আয়নাঘরের ভয়াবহতা, একজন বাবাহীন হোম টিউটরের জীবনসংগ্রাম ও পারস্পরিক সম্পর্কে সত্য-মিথ্যার দ্বন্দ্ব। ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষকে আয়নাঘরে বন্দি করার বাস্তব চিত্র ও গণঅভ্যুত্থানের রক্তক্ষয়ী মুহূর্তগুলো জায়গা পেয়েছে এতে।

আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে ‘নাস্তা’র মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এটি দেখেছে প্রায় ১ লাখ ২৫ হাজার দর্শক। আর মন্তব্যের ঘরে পড়েছে প্রায় হাজারখানেক মন্তব্য। সবাই নির্মাতার সাহসিকতার প্রশংসায় মেতেছেন। করছেন অভিনয় শিল্পীদের প্রশংসাও।