Image description
বুদ্ধিজীবী দিবসে যা থাকছে বিনোদনে। | বুদ্ধিজীবী দিবসে যা থাকছে বিনোদনে।

আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। এই উপলক্ষে টেলিভিশন  চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ আয়োজন

সূর্যসন্তান ডা. মো. মোর্তজা 

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলার যেসব সূর্যসন্তানকে তুলে নিয়ে যাওয়া হয় হত্যার উদ্দেশ্যে তাদের মধ্যে একজন শহিদ ডা. মোহাম্মদ মোর্তজা। তাকে উপজীব্য করেই ফুয়াদ চৌধুরী নির্মাণ করেছেন ডকুড্রামা ‘সূর্যসন্তান ডা. মো. মোর্তজা’। এটি দীপ্ত টিভিতে প্রচার করা হবে আজ বিকাল ৪টায়।

বিজয়ের ৫১

আজ বাংলাভিশনে বিকাল ৫টায় প্রচার হবে অনুষ্ঠান ‘বিজয়ের ৫১’। 

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

পবন মাঝি

আজ বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পবন মাঝি’। জামাল মল্লিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী প্রমুখ।

ডায়েরি অব জেনোসাইড

শহিদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’। এটি পরিচালনা করেছেন সৌরভ কুণ্ডু। আপ স্টুডিওর ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অন্তর্জালে প্রকাশ করা হবে।