Image description
ডি পল ও মারিয়া | ফাইল ছবি

বিশ্বকাপ শুরু থেকেই আর্জেন্টিনা দলে ইনজুরির তালিকা বাড়তে থাকে। যে তালিকা থেকে নাম কাটিয়ে পাওলো দিবালা ও ডি মারিয়া ফিরলেও, পারেননি লো সেলসো। মাঝপথে আবার ইনজুরি শঙ্কায় পড়েন রদ্রিগো ডি পল। সন্দেহ থেকে যায় মারিয়াকে নিয়েও। অবশেষে এই দুজনকে নিয়ে সুসংবাদ দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলছেন, দুজনই এখন সুস্থ আছেন। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন কোচ জানান, ‘খুব বেশি অনুশীলন না করে মিটিংয়ে মনোযোগ ছিলো তাদের। ছক কষেছেন কিভাবে হারানো যায় ক্রোয়েশিয়াকে। এ যাত্রায় ডি পল ও ডি মারিয়া দুইজনকেই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

স্কালোনি আরও বলেন, ‘শেষ ম্যাচটা জয়ের পর আমরা মাঠে খুব বেশি সময় দেইনি। বরং মনোযোগ দিয়েছি মিটিংয়ে। আর এরইমধ্যে আমরা ডি পল ও মারিয়ার সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তারা দুজনই পরবর্তী ম্যাচে থাকবেন, যেটা আমাদের স্বস্তি দিচ্ছে। তবে এটা সত্য যে, প্রত্যেক মিনিটে তারা কেমন পারফর্ম করবেন, সেটা আমাদের নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমি বুঝেছি, তারা দুইজনই ভালো অবস্থায় আছেন।’