Image description

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বসত ঘরের ভেতর থেকে আগুনে পোড়া স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে কোনাবাড়ী জরুনের সিকদারপাড়া এলাকার একটি ৬ তলা বাসাবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু সুফিয়ান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুফিয়ান কোনাবাড়ী এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে এবং তার স্ত্রী নাসরিন আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী সুফিয়ান নিয়মিতভাবে কাজে যেতেন না। বেশিরভাগ সময়ই স্ত্রীর টাকায় ঘর ভাড়াসহ সংসারের সব খরচ চলত। এসব বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সুফিয়ানের। প্রতিদিনের মতো রাতে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন তারা। ভোরে তাদের ভাড়া ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা কোনাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতের কোনো একসময় আগুন লাগিয়ে তারা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, সিআইডি ও পিবিআই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।