Image description

দুর্বার রাজশাহীর মালিকের দেওয়া চেক আবারও বাউন্স হয়েছে। গতকাল ক্রিকেটারদের জানানো হয়েছিল, আজ চেকের বিপরীতে টাকা পাওয়া যাবে। কিন্তু আজ আবারও সেটি বাউন্স হয়েছে। এতে পারিশ্রমিক পাওয়া নিয়ে আরও বিপাকে পড়েন দলটির ক্রিকেটাররা।