Image description
 

ব্যর্থতা দিয়েই চলতি বিপিএল শেষ করল ঢাকা ক্যাপিটালস। ৭ দলের টুর্নামেন্ট গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে যাত্রা শেষ হলো চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলের। যদিও দলের এমন ব্যর্থতায়ও আক্ষেপ নেই শাকিবের।আজ শনিবার নিজ দলের শেষ খেলার পর দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব লেখেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করা চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক আরও বলেন, ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন - আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকিব লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।’ঢাকার ম্যাচ দেখতে আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিব। তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিপিএল কর্তৃপক্ষ। সেখানে শাকিবকে বলতে শোনা যায়, ‘আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের কিছু ভুল ছিল। এটা বড় কোনো ব্যাপার নয়। পরবর্তী সময়ে আমরা ভুলগুলোকে শুধরে নিয়ে আরো ভালো করার চেষ্টা করবো।’