Image description

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়কটি অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার যানচলাচল। এছাড়া শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে শনিবার চতুর্থ দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।