Image description
মাসুম খলিলী
 

সামনের পথ কঠিন এবং অনেক চ্যালেঞ্জ এখনো বিদ্যমান বিশেষত নির্বাচনের পূর্ববর্তী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা এবং বিচার প্রক্রিয়ার দ্রুততা- তবুও এই এক বছরে জাতি বুঝে গেছে : মুক্তি শুধু শাসক পরিবর্তনে নয়; বরং কাঠামোগত রূপান্তরের মধ্যেই নিহিত। এক বছরের মাথায় বলা যায়, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলেও এই সরকার এখনো অন্তর্বর্তী, এখনো তার পরীক্ষার সময়। তবে স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কারের ধারাবাহিকতা যদি বজায় থাকে- তবে ২০২৬ সালের ‘জনগণের সংবিধান’ ও নতুন সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি বিকল্প রাষ্ট্রগঠনের পথে অগ্রসর হওয়া সম্ভব হতে পারে।