Image description

মাসুম খলিলী

 

পাকিস্তানের ২৭টি বিমানের সাথে ভারতের ৭০টি বিমানের দূরবর্তী ডগফাইটে দিল্লি কোনো পাকিস্তানি বিমান বিধ্বস্ত করার বিশ্বাসযোগ্য দাবি উপস্থাপন করতে পারেনি। ড্রোনযুদ্ধের ক্ষেত্রে ভারতের পক্ষে ইসরাইলি হারপ ড্রোনের বিপরীতে তুর্কি ড্রোন স্পষ্টত প্রাধান্য বিস্তার করেছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে আঘাতের বিপরীতে ব্রহ্মস মিসাইলের মজুদাগারে আঘাত এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় আঘাত ভারতের জন্য বিপর্যয়কর প্রমাণ হয়েছে