ইন্ডিয়া টুডের রিপোর্ট:
তুলা আমদানিতে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হলো ব্রাজিল। এর মধ্য দিয়ে এ খাতে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ মুভস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, মেকস ব্রাজিল ইটস টপ কটন সোর্স’ শীর্ষক রিপোর্টে এ কথা বলেছে ইন্ডিয়া টুডে। এতে আরও বলা হয়, বিশ্বের অন্যতম টেক্সটাইল বাজারের ওপর ভারতের দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটিয়ে বাংলাদেশে কাঁচা তুলার বৃহত্তম উৎস হয়ে উঠেছে ব্রাজিল।
চীনের পর বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক বাংলাদেশ। তবে ভারতকে টপকে ব্রাজিলের দিকে মনোনিবেশ করা হয়েছে বাংলাদেশে শাসকগোষ্ঠী পরিবর্তনের কয়েক মাস পরে। সেখানে ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের (ইউএসডিএ) এক রিপোর্টে বলা হয়েছে, ভারতকে টপকে বাংলাদেশে শীর্ষ সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ব্রাজিল। ওই রিপোর্টে বাংলাদেশে শাসকগোষ্ঠী পরিবর্তনের বিষয়েও বলা হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশে তুলা বা সুতা সরবরাহের অন্যতম প্রধান সরবরাহকারী এখনও ভারত। ২০২৪-২০২৫ অর্থ বছরে বাংলাদেশে মোট তুলা বা সুতা আমদানির শতকরা প্রায় ৮২ ভাগ এসেছে ভারত থেকে। উল্লেখ্য, বাংলাদেশে মোট রপ্তানি আয়ের শতকরা কমপক্ষে ৮০ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে।
২০২৫ সালের জুলাইয়ে রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী, এই রপ্তানি থেকে আসে দেশের বার্ষিক জাতীয় প্রবৃদ্ধির (জিডিপি) শতকরা প্রায় ১০ ভাগ। তৈরি পোশাক খাতে নিয়োজিত আছেন প্রায় ৪০ লাখ মানুষ। এর মধ্যে বেশির ভাগই নারী। ২০২৪-’২৫ মার্কেটিং বছরে (আগস্ট ২০২৪-জুলাই ২০২৫) রেকর্ড ৮.২৮ মিলিয়ন বেল তুলা বা সুতা আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ব্রাজিল সরবরাহ দিয়েছে ১.৯ মিলিয়ন বেল। এটা মার্কেটের শতকরা ২৫ ভাগ শেয়ারের সমান।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে বলেছে, এ সময়ে ১.৪ মিলিয়ন বেল তুলা সরবরাহ দিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। ঠিক এক বছর আগে ভারত ১.৭৯ মিলিয়ন বেল রপ্তানি করে শীর্ষে ছিল। তখন রপ্তানিতে শতকরা ২৩ ভাগ ছিল ভারতের। বাংলাদেশে স্পিনিং শিল্পে কাঁচা তুলা দুই রকম সুতা তৈরিতে ব্যবহৃত হয়। তা হলো সুতির সুতা এবং মিশ্র সুতা।
২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশের মোট তুলা আমদানি গত বছরের তুলনায় ৫.২ ভাগ বৃদ্ধি পেয়েছে। ইউএসডিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ সালে যেখানে ৭.৮ মিলিয়ন বেল তুলা আমদানি হয়েছিল, সেখানে এ বছরে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে বাংলাদেশে কাঁচা তুলার সবচেয়ে বড় উৎস হিসেবে উঠে এসেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র (৭ ভাগ শেয়ার), অস্ট্রেলিয়া এবং পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশও প্রধান সরবরাহকারী। অনুুবাদ: মানবজমিন