
নিত্যপণ্যের বাজারে চাল, পেঁয়াজ, মুরগির দাম কমলেও বেড়েছে ডিম ও ভোজ্যতেলের দাম। ডাল, চিনি ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে কিছুটা বেড়েছে মসলাপাতির দাম। এছাড়া আলু, শাক-সবজি ও মাছ-মাংসের দাম স্থিতিশীল রয়েছে। মৌসুমি ফল আম, লিচুু, তালের শাঁসে ভরে উঠছে বাজার। ফলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুলবাজার, কাপ্তানবাজার, মুগদা বড়বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন কাঁচাবাজার ও গোড়ান কাঁচাবাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে।
সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্যমতে, নতুন ধান ওঠায় সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। প্রতিকেজি সরু নাজিরশাইল ও মিনিকেট চালে ৫ টাকা কমে ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা স্বর্ণা ও চায়না ইরি প্রতিকেজি ৫২-৫৫ এবং মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম কিছুটা কমে ৫৮-৬৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। কেজিতে ৫ টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ মানভেদে ৪৮-৬০ ও ব্রয়লার মুরগির দাম কমে প্রতিকেজি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম বেড়ে ডজন ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দাম বেড়ে প্রতি পাঁচ লিটার সয়াবিনের ক্যান ৯১০-৯২০ এবং প্রতিলিটার পামওয়েল ১৪৮-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে বাড়তে শুরু করেছে মসলাপাতির দাম। চালের দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন ধান ওঠায় চালের দাম কমতে শুরু করেছে। এ প্রসঙ্গে কাপ্তান বাজারের চাল ব্যবসায়ী নূর রাইছ এজেন্সিী স্বত্বাধিকারী নূরমিয়া জানান, সরবরাহ বাড়লে সামনের দিকে আরও কমবে চালের দাম। এজন্য মিল থেকে পাইকারি বাজারে চালের সরবরাহ নিশ্চিত করতে হবে। ঢাকার চালের বড় বাজার বাদামতলীর পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানিয়েছেন, নতুন ধানের চাল বাজারে এসেছে। এ কারণে দাম এখন পড়তির দিকে। মিলগেটে উৎপাদন বাড়ানো হলে চালের দাম আরও কমতে পারে। বাজারে এখন গ্রীষ্মের পোটল-ঢ্যাঁড়শের মতো সবজিগুলো অন্য সময়ের তুলনায় কিছুটা কম দামে কেনা যাচ্ছে। এসব সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০-৬০ টাকায়। এছাড়া চিচিঙ্গা, ঝিঙে, কাঁকরোল, উস্তা, বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। গোড়ান বাজারের সবজি বিক্রেতা বশির জানান, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, দামও কমছে। তবে বাজার এখনো ওঠানামা করছে। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে মৌসুমি ফল, আম ও লিচু পাওয়া যাচ্ছে। ক্রেতারা ফলের কেনাকাটা বাড়িয়েছেন। বিশেষ করে আম ও লিচু কিনতে ক্রেতার ভিড় দেখা যাচ্ছে ঢাকার ফলের দোকানগুলোতে।