Image description

ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুকে পোস্টে শিশির মনির লেখেন, ‘ইসলামী ব্যাংকের মূল মালিকদের ভয়-ভীতি দেখিয়ে বাধ্য করে মাফিয়া কায়দায় শেয়ার হস্তান্তর করে নিয়েছিলেন ব্যাংক খেকো এস আলম। এইভাবে ৮২% শেয়ারের মালিক হয়েছেন।’

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘অতি দ্রুত এই শেয়ার মূল মালিকদের ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে আইনি লড়াই করব আমরা।’

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।