|
হিসানুর রহমান
|
|
অসহায় যাযাবর এক প্রানীর বৃষ্টিভেজা একটি সন্ধ্যা......
06 September 2015, Sunday
সময়টা ঠিক সাঁঝের একটুখানি পূর্বে কিন্তু পরিবেশটা দেখে মনে হচ্ছে মধ্যরাতের ধরনী এটা !!
.
নিস্তব্ধ নির্জন পথ জনশূন্য তার বুক শুধু একটি যাযাবর একটি প্রানী হাঁটছে আপন মনে!!
অভ্রটা অসহায়ভাবে দখল হয়েছে হারিয়েছে তার সত্ত্বা নিকোটিন তুল্য কালো মেঘের কাছে !!
.
চারপাশে মুষলধারার বর্ষা আর প্রচন্ড শীতল বাতাস প্রানীটার রক্তটাকে শীতলতায় পরিপূর্ন করে দিচ্ছে মনে যেন রক্ত হতে তার হিমোগ্লোবিনটাকে বিভক্ত করে দেবে এই বাতাস !!
রক্ত শীতল হবার সাথে সাথে পুরো দেহটা যেন তার ররফে পরিনত হচ্ছে প্রতিটি কোষ একে অপরকে আঁকড়ে ধরে উষ্ম পরশের সন্ধান পেতে চাইছে কিন্তু কোষগুলো বড়ই অসহায় কেউই পারছে না কারোর সহায়ক হতে !!
.
হঠাৎ হঠাৎ বজ্রপাতের ঝিলিক দেখে মনে হচ্ছে এই ঝিলিক ঝলসে দেবে চোখের কর্নিয়াকে প্রানীটার কিন্তু এতে তার যেন কোন অনুভবই নেই ভয়ের কোন ছিটেফোঁটাও নেই তার বুকে একটুও বাড়ছে না তার হৃদস্পন্দন কারন যার জীবনের কিছুই আর হারাবার থাকে না তার বুকে ভয় না থাকাটাই স্বাভাবিক!!
.
বর্ষা দেখে এখন আর তার যন্ত্রনায় বুক ফাটে না শুধু কেন জানি নির্বাক হয়ে নিশ্চুপ থাকে কিন্তু এর কারনটা নিজের কাছেও তার অজ্ঞাত !!
চলছে জীবন এভাবেই তার চলবে.......
উৎসঃ ইস্টিশন
পাঠক মন্তব্য
Thank you so much for providing individuals with such a marvellous possiblity to read articles and blog posts from this web site. It's usually very superb and packed with a lot of fun for me and my office fellow workers to visit your web site at the very least thrice in one week to learn the fresh issues you have. And indeed, I am also actually fascinated with the great tactics you serve. Some 3 areas in this posting are unequivocally the most impressive we've had.
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন