Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা চোরাই ১৬০টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে আটক এসব গরুর বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবি জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত থেকে গবাদিপশুসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচলনা করে যাচ্ছে। এরই ধারাবাহিতকতায় ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাটালিয়ন সদর, তীরেরডিভা বিজিবি ক্যাম্প, জারুলিয়াছড়ি, ভালুখাইয়া, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে ১৬০টি বার্মিজ (মিয়ানমারের) গরু আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।