শনি গ্রহের ক্ষুদ্রতম কৃত্রিম উপগ্রহের একটিতে পাওয়া গেছে আস্ত একটি গোপন মহাসাগর। মিমাস নামের ছোট্ট এই উপগ্রহটির বরফাচ্ছন্ন ভূপৃষ্ঠের নিচেই মহাসাগরটি লুকিয়ে আছে বলে সম্প্রতি প্রমাণ হাজির করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান পানির উপস্থিতির ব্যাপারে একটি শক্ত নজির সামনে এনেছে। এই আবিষ্কারের ফলে সুবিশাল মহাকাশে বাসযোগ্য স্থানের খোঁজে কোথায় অনুসন্ধান করতে হবে সে ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সুবিধা হতে পারে।
আগে অবশ্য বিজ্ঞানীরা মিমাসকে বড় একটা বরফের চাঁই মনে করতেন। তবে ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিচালিত নাসার ক্যাসিনি অভিযানে শনি গ্রহ ও এর বলয়ে ঘুরপাক খেতে থাকা ১৪৬টি উপগ্রহের কয়েকটি পরীক্ষার পর তাঁদের ধারণা পাল্টে যায়। ১৭৮৯ সালে ব্রিটিশ জোতির্বিদ উইলিয়াম হার্শেল শনি গ্রহের পাশে একটি ছোট্ট বিন্দু হিসেবে মিমাসকে আবিষ্কার করেন। ১৯৮০ সালে নাসার স্যাটেলাইট ভয়েজার প্রথমবার মহাকাশ থেকে মিমাসের ছবি তোলে।
সূত্র : সিএনএন