Image description
পরীমণির মদের লাইন্সেস মেয়াদোত্তীর্ণ: র‌্যাব
আটক চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর বনানী থানায় মামলা করার পর তাকে আদালতে নেওয়া হবে। র‌্যাব সদর দপ্তরে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। এ সময় জানানো হয়, পরীমণির বাসায় মদপানের লাইন্সেস পাওয়া গেছে। তবে এটি মেয়াদোত্তীর্ণ ছিল। পরীমণির বিরুদ্ধে পর্নোগ্রাফির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন মঈন। এর আগে বুধবার রাত ৮টার দিকে পরীমণিকে এবং সাড়ে ১০টার দিকে প্রযোজক নজরুল রাজকে আটক করা হয়। দুজনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র‌্যাব সদর দপ্তরে। আটকের সময় দুজনের বাড়ি থেকে মাদক ও মদ উদ্ধারের কথা জানায় র‌্যাব। বুধবার পর পরীমণির বাড়িতে র‌্যাবের একটি দল উপস্থিত হলে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। র‌্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকাল ৪টার দিকে ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমণি। তিনি বলেছিলেন যে তিনি ‘ভয় পাচ্ছেন’। প্রায় এক ঘণ্টা পর র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়। তার প্রায় ৩ ঘণ্টা পর র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তখনই রাজের বাড়িতে অভিযান শুরুর কথা বলেছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। পরীমণি সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন। ওই মামলায় ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান।