চীন-রাশিয়াকে যৌথভাবে এশিয়া-প্যাসিফিকের ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে চীনা ভাইস পররাষ্ট্রমন্ত্রী সান উইডং। মস্কো সফরের পর বুধবার দেয়া এক বিবৃতিতে তিনি এমন আহ্বান জানান।
আল জাজিরা জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে এই জুটিকে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন সান উইডং। এ সময় তিনি চীন ও রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কে ঘোষণা দেন।
তিনি বলেন, শতাব্দির পরিবর্তিত পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার জন্য চীন ও রাশিয়ার জোরালো ভূমিকা রাখা উচিৎ।
তিনি আরো বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের সেরা সময়ে রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে চীনকে সতর্ক করে রেখেছে পশ্চিমা বিশ্ব। তথাপি দেশটি রাশিয়ার সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। এছাড়া রাশিয়ার ইউক্রেনে আক্রমণের নিন্দা করতেও অস্বীকৃতি জানিয়েছে বেইজিং।
সূত্র : আল জাজিরা