Image description
তারেক রহমানের সঙ্গে ববি হাজ্জাজের সাক্ষাৎ, যে কথা হলো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ শুক্রবার তিনি তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছিলেন। ফেসবুক পোস্টে ববি হাজ্জাজ লেখেন, ‘লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আলোচনা। ইনশাআল্লাহ দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে, প্রত্যাশা এটাই।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ১৬ জন। আজ শুক্রবার তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ।