Image description
 

দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। আজকে যারা সংবিধান মুছে ফেলতে চায় তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি।

তিনি বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।