Image description

দীর্ঘ প্রতীক্ষার পর ফেসবুক তাদের মোবাইল অ্যাপে আনল বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ (Dislike) বাটন। এখন ব্যবহারকারীরা পোস্ট বা মন্তব্যে ‘ডিসলাইক’ বাটনে চাপ দিয়ে তাদের অসন্তোষ বা মতের ভিন্নতা প্রকাশ করতে পারবেন। তবে ফিচারটি এখনও সকল ব্যবহারকারীর ফোনে উপলব্ধ নয়। ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ আপডেট করে ফিচারটি চালু হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন।

প্রাথমিকভাবে ফেসবুক একটি ‘অ্যানয়িং’ (Annoying) নামের বোতাম চালু করেছিল, যা নিচের দিকে তীরচিহ্নযুক্ত ছিল। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে সেটি পরিবর্তন করে সেখানে সরাসরি ‘ডিসলাইক’ আইকন যুক্ত করা হয়েছে।

এ পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে নতুন বোতামটির বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। এ ছাড়া ফিচারটি বর্তমানে মোবাইল অ্যাপেই সীমিত, ফেসবুকের ওয়েবসাইটে এটি এখনও পাওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পরীক্ষামূলক পর্যায়ে চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন। তারা চাইছিলেন, যাতে কোনো মন্তব্য বা পোস্টে অসম্মতি বা অসন্তোষ প্রকাশ করা যায়। এতদিন পর্যন্ত ফেসবুক শুধুমাত্র ইতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখত। নতুন এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন আরও বহুমাত্রিক করতে চাইছে।