Image description

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিকমাধ্যমের জনপ্রিয়তার কারণে দিন দিন কমতে শুরু করেছে উইকিপিডিয়ার ভিজিটর সংখ্যা। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গত বছরের তুলনায় উইকিপিডিয়ায় ভিজিটর কমেছে প্রায় ৮ শতাংশ।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা মার্শাল মিলার জানান, ভিজিটর কমার প্রধান কারণ হলো জেনারেটিভ এআই ও সোশ্যাল মিডিয়ার প্রভাব। এখন অনেক সার্চ ইঞ্জিন সরাসরি এআই-ভিত্তিক উত্তর দিচ্ছে, যেখানে উইকিপিডিয়ার লিংক দেওয়া হয় না।

এ ছাড়া তরুণ প্রজন্ম এখন তথ্য খুঁজতে ক্রমশ সামাজিকমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

তথ্য ও পরিসংখ্যান

ডাটারিপোর্টাল এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে উইকিপিডিয়ার সাপ্তাহিক বা মাসিক ইউনিক ভিজিটর প্রায় ২০০ মিলিয়ন কমে গেছে। যা মোট ভিজিটরের সাড়ে ১৮ % হ্রাসের সমান।

সেমরুশ ও অন্য বিশ্লেষক প্রতিষ্ঠানও দেখিয়েছে, দৈনিক ভিজিটর ও পৃষ্ঠা দর্শনার সংখ্যায় উল্লেখযোগ্য হ্রাস হয়েছে।

উইকিমিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় হিউম্যান ভিজিটর প্রায় ৮ % কমেছে।

পাশাপাশি, চ্যাটজিপিটি-সহ জেনারেটিভ এআই প্ল্যাটফর্মের ভিজিটর সংখ্যা বেড়েছে এবং অনেকে দাবি করছেন যে চ্যাটজিপি উইকিপিডিয়াকে ভিজিটর দৃষ্টিকোণ থেকে অতিক্রম করেছে।

কারণসমূহ

সার্চ ইঞ্জিন ও এআই-সারাংশ : সার্চকারীরা এখন শুধু লিংকে ক্লিক করে নিবন্ধ পড়ার পরিবর্তে সরাসরি সার্চ ইঞ্জিন বা এআই চ্যাটবট থেকে উত্তর পেতে অভ্যস্ত হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে উইকিপিডিয়ার লিংক দেওয়া হয় না।

সোশ্যাল মিডিয়া ও ভিডিও কনটেন্টের বৃদ্ধিপ্রবণতা : তথ্য খোঁজার ক্ষেত্রে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া-ভিত্তিক প্ল্যাটফর্ম ও ভিডিও শেয়ার-এ তথ্য খুঁজছে। এতে উইকিপিডিয়ার প্রতি ট্র্যাফিক কমে যাচ্ছে।

স্বয়ংক্রিয়ভাবে উইকিপিডিয়ার তথ্য আহরণ : উইকিপিডিয়ার তথ্য অনেকেই এআই মডেলের ট্রেনিং-ডেটা হিসেবে ব্যবহার করছেন। কিন্তু সে ব্যবহার সরাসরি ওয়েবসাইটে ক্লিক হিসেবে পরিণত হচ্ছে না।

প্রভাব ও ফলাফল

  • ভিজিটর সংখ্যা কমে যাওয়ার ফলে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের অবদান ও দান সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
 
 তথ্যভিত্তিক ওয়েবসাইট ও ব্লগের জন্য এটি একটি সতর্কবার্তা : শুধু কনটেন্ট তৈরি বা র‌্যাঙ্ক হওয়া যথেষ্ট নয়—ইউজারদের সঙ্গে ক্লিক-থ্রু ও এনগেজমেন্ট বজায় রাখা গুরুত্বপূর্ণ। উইকিপিডিয়া নিজেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে—যেমন কনটেন্ট উৎসে মনোনিবেশ করা, নতুন ভিজিটর আকৃষ্টে কাজ করা এবং এআই-বট ট্র্যাফিক মনিটরিং বাড়ানো।

তবে মিলার আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এআই, সার্চ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্‌মগুলো ব্যবহারকারীদের সরাসরি উইকিপিডিয়ায় পাঠানোর উদ্যোগ নেবে।

বর্তমানে উইকিপিডিয়া নিজেও নতুন উদ্যোগ নিচ্ছে—যেমন কনটেন্টের উৎস যাচাইয়ের জন্য নতুন ফ্রেমওয়ার্ক তৈরি এবং নতুন ভিজিটর আকৃষ্টে দুটি টিমের কাজ শুরু হয়েছে।

মিলার পরামর্শ দিয়েছেন, অনলাইনে তথ্য খোঁজার সময় যেন সবাই মূল সূত্রে ক্লিক করে যাচাই করেন।