
বাংলাদেশের প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের প্রবেশের পর এবার চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টও কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
তিনি জানান, বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স আবেদন সোমবারই অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিগ টেক জায়ান্টদের যাত্রা শুরু হলো ড. ইউনূসের হাত ধরেই।
তিনি আরও জানান, আমরা ইতোমধ্যে চীনা টেক জায়ান্ট টেনসেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি। তারা বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে, এবং আমরা তাদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছি।
এ ছাড়া ওএসআইআরআইএস (OSIRIS Group) নামের একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানও বাংলাদেশে আসছে বলে জানান তিনি। দেশের প্রথম হাইপার-স্কেলার ক্লাউড এবং বিশ্বমানের সিকিউরড ডেটা সেন্টার স্থাপন হচ্ছে ‘যাত্রা’ নামক বাংলাদেশি কোম্পানির উদ্যোগে কালিয়াকৈর হাইটেক পার্কে। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে মেটা, গুগলসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের পে-লোড যুক্ত হতে পারে বলেও জানান ফাইজ।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি। প্রতিষ্ঠানটি ইন্টারনেট-ভিত্তিক সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজুড়ে কার্যক্রম পরিচালনা করছে।