
মোবাইল ফোনের স্ক্রিনে অনলাইনে কিছু একটা পড়ছেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখছেন। এমন সময় ভেসে উঠলো বিজ্ঞাপন। যা অনেকক্ষেত্রেই পুরো স্ক্রিনজুড়ে থাকে। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে আপনি চাইলেই এই অবাঞ্চিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
ফোন থেকে
- প্রথমে মোবাইল ফোনের সেটিংস অপশনে যান।
- সেখান থেকে গুগ্ল অপশনে ক্লিক করুন।
- একটি নতুন পাতা খুলবে, সেখানে থাকা “অল সার্ভিসেস” অপশনে যান।
- এবার সেখান থেকে যেতে হবে “প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি” অপশনে, তারপর অ্যাড্সে ক্লিক করুন।
- অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে “অ্যাড টপিকস”-এ যান।
- এবার “অ্যাড টপিকস” অপশনটি অফ করে দিন। তাহলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।
ব্রাউজার থেকে
- প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্ল ক্রোমের পাতাটি খুলতে হবে।
- পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি “ডট” দেখতে পাবেন।
- সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে “সেটিংস” অপশনে ক্লিক করতে হবে।
- “সেটিংস” অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে “সাইট সেটিংস” নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।
- এরপর নতুন একটি পাতা আসবে, সেখানে “কনটেন্ট” অপশনে ক্লিক করলেই “পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট” অপশন দেখতে পাবেন। পাশেই “টগল” অপশন দেখা যাবে, সেটি বন্ধ করতে হবে।
- এরপর আবার ফিরে যান “সাইট সেটিংস”-এ। সেখানে গিয়ে “ইনট্রুসিভ অ্যাড্স” অপশনটি খুলুন। সেখানে আরও একটি অপশন থাকবে, সেটিকে বন্ধ করে দিন।