![Image description](https://content.bdtoday.net/files/img/202502/8f4f92a0d62d3e0f444a704812872fcb.png)
হোয়াটসঅ্যাপে আসা অচেনা লিংকে ক্লিক করলেই হ্যাক হতে পারে আপনার মোবাইল ফোন। এমনই সতর্কবার্তা দিল মার্ক জাকারবার্গের হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে প্রায় ২৪ দেশের ৯০ জন বিশিষ্ট ব্যক্তি এ ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওই ৯০ জনের মধ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন।
উদ্বেগের বিষয়, প্যারাগনের স্পাইওয়্যার ‘জিরো-ক্লিক’ হ্যাক পদ্ধতি ব্যবহার করে। এর অর্থ, যাদের ফোন হ্যাক করা হচ্ছে তাদের কোনো ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে হয় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে হ্যাকাররা কারো সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করতে পারে। এই ধরণের স্পাইওয়্যারের আক্রমণ বুঝিয়ে দিচ্ছে কিছু না করেই আপনি অজান্তেই হ্যাকিংয়ের শিকার হয়ে যেতে পারেন।
তবে কিভাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানতে পারলেন যে এর পিছনে প্যারাগন স্পাইওয়্যারই দায়ী, সে বিষয়ে পরিষ্কার কিছু জানায়নি কম্পানিটি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
তবে ইসরায়েলি কম্পানি প্যারাগন অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি এ বিষয়ে।
কিভাবে স্পাইওয়্যার ক্ষতির করে
প্যারাগন কম্পানি কোনো ক্লিক ছাড়াই ব্যবহারকারীর ডিভাইসে গ্রাফাইট স্পাইওয়্যার ইনস্টল করতে পারে। একবার ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, স্পাইওয়্যার আপনার সিস্টেমের নিয়ন্ত্রণ করা শুরু করে।
কিভাবে বাঁচবেন
- অ্যাপ ও ফোনের সফ্টওয়্যার আপডেট করতে হবে।
- অজানা নম্বর থেকে আসা কোনো লিংক বা ফাইলে ক্লিক না করা।
- প্রয়োজনে নম্বরটি ব্লক করে দেওয়া।
- অতিরিক্ত নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন অ্যাক্টিভ রাখা।
- নিয়মিত আপনার অ্যাপের অনুমতি ও ডিভাইস সেটিংস চেক করা।
সূত্র : আজকাল