
এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মার বিরুদ্ধে একের পর এক নোটিস জারি করেছে কর বিভাগ। সেই নোটিসের বিরুদ্ধেই মুম্বাই হাইকোর্টে মামলা করেন অভিনেত্রী।
২০১২ থেকে ২০১৬, চার বছর যে হিসাব কর বিভাগে জমা দিয়েছেন অভিনেত্রী। সেই হিসাবেই গলদ আছে বলে দাবি কর বিভাগের। আনুশকার বিরুদ্ধে কর বিভাগের অভিযোগ, অভিনেত্রী কর ফাঁকি দিয়েছেন। সেই অভিযোগে অভিনেত্রীকে নোটিসও পাঠিয়েছে কর বিভাগ। সেই নোটিসকেই চ্যালেঞ্জ জানিয়েছেন অভিনেত্রী। হাইকোর্টে চারটি আবেদন জানিয়েছেন আনুশকা। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা। এই চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। নায়িকার অভিযোগের ভিত্তিতে কর বিভাগকে তাদের জবাব জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।
আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অভিনেত্রীর দাবি, শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং নানা কাজের জন্য তার থেকে কর চাওয়া হয়। সেলস কর বিভাগের আধিকারিকরা ভুলভাবে এই কর ধার্য করেছেন। কর বিভাগের দাবি, আনুশকা তার পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন।