ভিডিওসহ >> সমঝোতার পরিবেশ তৈরিতে সর্বাগ্রে আওয়ামী লীগকেই উদ্যোগ নিতে হবেঃ মিজানুর রহমান খান
01 February 2015, Sunday
সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান বলেন- বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান হল সমঝোতা। কিন্তôু সমঝোতার কোনো পরিবেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্তô দেখা যাচ্ছে না্। তবে যেহেুত সরকার রাষ্ট্র ড়্গমতায় রয়েছে তাই প্রধান দায়িত্ব হিসেবে সবার আগে থাকে সরকারের। তাই সমঝোতার পরিবেশ তৈরিতে সর্বাগ্রে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে।
চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে মিজানুর রহমান খান একথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া পর্যালোচনা করে মিজানুর রহমান বলেন- বাংলাদেশের অন্যতম দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল। দুটি দলের মধ্যে আওয়ামী লীগ সরকার ড়্গমতায় এবং বিএনপি প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ গ্রহণ করেনি। এরই রেশ ধরে বিএনপি বিগত একবছরে বিভিন্ন সময়ে হরতাল এবং অবরোধের মত কর্মসূচী পালন করেছে। সাম্প্রতিককালে হরতালের জন্য এসএসসি পরীড়্গার দিন পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে হরতাল- অবরোধের সচিত্র পেট্রোলবোমাসহ নানান সহিংসতায় দেশ এখন জর্জরিত। রাজনৈতিক কোন্দলের শিকার সবসময় সাধারণ জনগণই হয়ে থাকে এবং বর্তমানেও এর ব্যতিক্রম নয়। বিএনপির পড়্গ হতে ডাক দেয়া হরতাল-অবরোধে প্রতিদিন কমবেশি মানুষ মৃতুø বরণ করছে আর যারা বেঁচে যাচ্ছে তাদেরকে বোবা কান্ন কাঁদতে হতে হচ্ছে বার্ন ইউনিটে। এমাবস্থায় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বচ্ছ সমঝোতা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন- বাংলাদেশের রাজনীতিতে নাশকতা নতুন কিছু নয়। অতীতের রাজনীতিতে নাশকতা এবং বর্তমান রাজনীতির নাশতার মধ্যে বেশ একটা ফারাক নেই। নাশকতার চূড়ান্তô তালিকা তৈরি করলে দেখা যাবে যে- আওয়ামী লীগ এবং বিএনপি দুই রাজনৈতিক আমলেই কম বেশি দেখা গেছে। নাশকাতর ফলে রাজনৈতিক দলগুলো যত না ড়্গতিগ্রস্থ হয়েছে, তার চেয়ে বেশি ভোগান্তিô পোহাতে হয়েছে সাধারণ জনগণকেই। বর্তমানে বিএনপির পড়্গ হতে সারা দেশে অবরোধ এবং অবরোধ চলছে। এর ফলে এসএসসি পরীড়্গার ব্যাঘাত ঘটেছে। শুধু তাই নয় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ বিভি্ন্ন অঙ্গনে দেখা দিচ্ছে নেতিবাচক প্রভাব। অপর দিকে বাংলাদেশে আইনের শাসন শুধু মুখে মুখেই ভালো শোনা যায়, কিন্তôু বাস্তôবে এর প্রয়োগ ঠিক মত হয় না। এর অন্যতম কারণ হল রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনীতির বড় প্রতিপড়্গের সাথে নূন্যতম সমঝোতার অভাবে দেশে অরাজনৈতিক কর্মকান্ড বেশি দেখা যায় এবং আইনের শাসন হয়ে পড়ে দুর্বল থেকে দুর্বলতর। এমাতবস্থায় দেশ ও দেশের জনগণের মঙ্গলার্থে সবার আগে সমঝোতা যে রাজনৈতিক সংকট তা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে এবং সমঝোতার আবহাওয়া তৈরি করতে হবে। আওয়ামী লীগ যদি তা স্বীকার না করে, তবে সমাধানের সকল বিকল্প পথগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন