Image description

ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননাপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের নেতৃত্বে কর্মকর্তারা প্রধানমন্ত্রীর হাতে এ পদক ও সম্মাননাপত্র তুলে দেন। 

পদক ও সম্মাননাপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্ব্যাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর পর্তুগালের লিসবনে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ‘বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস’ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডায়াবেটিস গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়। ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে ভূমিকা রাখেন তার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক এ খেতাব দেয় ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন।

সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান। প্রধানমন্ত্রী আগামী দুই বছর ডায়াবেটিস আক্রান্তদের জন্য গেøাবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।