Image description

গণমাধ্যমে প্রকাশিত দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির প্রায় এক হাজার সম্পদের বিষয়ে অনুসন্ধান চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ওই রিটের শুনানির জন্য আগামী রোববার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছে আদালত। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন তিনি। রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক), অর্থসচিব, বাণিজ্যসচিব ও পররাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়।

এর আগে গত বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির প্রায় এক হাজার প্রপার্টি সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে আসে। ওই সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।