Image description
 

সাংবাদিক এডু আগুয়েরের কাছে দেওয়া এক সাক্ষাতকারে নিজেকে সেরা বলে দাবি করেছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো্। এই বিষয়ে রোনালদোকে কেউ যদি টক্কর দিতে পারেন তাহলে সেটিই একমাত্র লিওনেল মেসি। এমন প্রশ্নের জবাব মহাতারকা মেসিও দিয়েছেন আগেপরে। কী বলেছিলেন তিনি!

 
 
 

‘বিশ্বের সব প্রান্তে সবাই ছোটবেলা থেকে ফুটবল খেলা শুরু করে। প্রত্যেকটি বাচ্চাই চায় বড় হয়ে ফুটবলার হতে, পেশাদার হতে। এর পরও ইতিহাসের সেরাদের একজন হিসেবে যখন আমার নাম নেওয়া হয়- এটাই আমার কাছে সম্মানের। আমি এটি শুনে গর্ববোধ করি।’ -মেসি যোগ করেন।