Image description

নারী দলের হেড কোচ পিটার বাটলারের প্রতি অনাস্থা এনে অনুশীলন থেকে বিরত আছেন ১৮ ফুটবলার। বাটলারকে অপসারণ না করলে অনুশীলনে ফিরবেন না এমনটা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠিও দিয়েছেন আন্দোলনকারী ফুটবলাররা। ইংরেজিতে লেখা এই চিঠি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি সাবিনাদের হয়ে এই চিঠি লিখে দিয়েছেন। এ নিয়ে তদন্ত কমিটির জেরার মুখেও পড়তে হয়েছে ফুটবলারদের। তদন্ত কমিটির মুখোমুখি হয়ে সতীর্থদের হয়ে চিঠি লেখার কথা জানিয়েছেন মাতসুশিমা সুমাইয়া। এরপরেও অনেকে বিষয়টি বিশ্বাস করতে চাইছেন না। এই বিষয়টি অনেক পীড়া দিচ্ছে জাপানে বেড়ে ওঠা এই ফুটবলারকে। পাশাপাশি  বেশ কয়েকদিন ধরে অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পাওয়ায় মানসিকভাবে ভেঙে পঙেছেন সুমাইয়া। 

এনিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাট্যাসে সুমাইয়া লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইন্টার স্কুলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়ে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লীগ জেতা এবং বাংলাদেশের হয়ে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ জেতা, এই যাত্রাটা আমার কাছে দারুণ ছিল। যখন থেকে আমি এই পথটি বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল সেই তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। যাদের বাবা-মা চায় তারা শুধু পড়াশোনার ওপর মনোযোগ নিবদ্ধ করুক। আমি দেখাতে চেয়েছিলাম যে আবেগ এবং উৎসাহ বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি আফসোস নিয়ে বসে থাকি আক্ষেপ নিয়ে আমার শিক্ষা, আমার পরিবার, ঈদ, সব বিসর্জন দিয়ে এমন একটি দেশের সেবা করার জন্য যে আমাদের সংগ্রামের তারিফ করতে জানে না।

আমি আমার বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছিলাম ফুটবল খেলার জন্য, বিশ্বাস করেছিলাম যে আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কেউ সত্যিই চিন্তা করে না। আমার এবং দলের সহকর্মীদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছি তা নিয়ে ইংরেজিতে চিঠি লেখার সর্বনিম্ন ক্ষমতা আমার আছে। গত কয়েকদিন ধরে, আমি অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পেয়েছি, শব্দগুলো আমাকে এমনভাবে ধ্বংস করেছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না এই আঘাত থেকে সারতে আমার কতো সময় লাগবে, কিন্তু আমি জানি যে কাউকে তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য এর মধ্যদিয়ে যেতে হবে না।