বিপিএল ২০২৫-এর উত্তেজনার মাঝেই ফিক্সিং বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। কয়েকজন ক্রিকেটারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে গুঞ্জন ছড়ালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি। তবে সম্প্রতি একটি গণমাধ্যম ১০ ক্রিকেটারের নাম উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানিয়ে মিথুন বলেন, 'বাসে ওঠার পর নিউজটা দেখি। কিন্তু আমার একবারও মন খারাপ হয়নি বা কোনো শঙ্কা কাজ করেনি। কারণ আমি জানি আমি কী, আমার ভেতরে কী আছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না।'
তিনি আরও বলেন, 'আপনার একটা নিউজের কারণে আমার ১৫ বছরের অর্জিত সম্মান নষ্ট হচ্ছে। আপনি হয়তো একটা ভিউয়ের জন্য নিউজ করছেন, ৫০ হাজার টাকা ইনকাম করছেন, কিন্তু আমার কাছে এটা ৫০ কোটি টাকার থেকেও বেশি। আমার সম্মান নিয়ে কেউ খেলবে, এটা আমি কখনোই মেনে নেব না।'
বিপিএলের প্রতিটি দলে আকসুর একজন প্রতিনিধি থাকেন, যারা খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন। চিটাগং কিংসের সঙ্গে থাকা সেই প্রতিনিধি মিথুনকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন, 'উনি (আকসু প্রতিনিধি) এসে আমাকে বলেছেন, ‘ভাইয়া, আমি খুব লজ্জিত অনুভব করছি। আপনি এটার বিরুদ্ধে অ্যাকশনে যান।’ যদি আমার প্রতি তার বিশ্বাস না থাকত, তাহলে তিনি এই কথা বলতেন না। উনি নিজে থেকেই আমার কাছে এসেছেন, আমি কিন্তু ওনার কাছে যাইনি।'
মিথুনের নেতৃত্বে দুর্দান্ত খেলছে চিটাগং কিংস। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। শনিবার (১ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তারা।
ব্যাট হাতে নিজেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মিথুন। ১২ ম্যাচে ৩২.৩৭ গড়ে তিনি চিটাগংয়ের সেরা তিন ব্যাটারের মধ্যে রয়েছেন। এখন দেখার বিষয়, বিতর্কের এই ধাক্কা সামলে কীভাবে সামনে এগোয় মিথুন ও তার দল!