Image description
 

চীনের ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) দেশটির ফুটবলে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ম্যাচ ফিক্সিং ও ঘুষ কাণ্ডে জড়িত থাকার দায়ে ৭৩ জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। 

 

নিষিদ্ধদের মধ্যে রয়েছেন চীনের সাবেক জাতীয় দলের প্রধান কোচ লি তিয়ে। একই সঙ্গে ১৩টি শীর্ষ পেশাদার ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে চীনা ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

এই অভিযানে ইতিমধ্যেই চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) একাধিক শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার ও দণ্ডিত হয়েছেন। সর্বশেষ ঘোষণায় আরো বড় পরিসরে শাস্তির কথা জানানো হলো।

সিএফএ জানায়, একটি ‘পদ্ধতিগত পর্যালোচনা’র পর তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক জাতীয় দলের কোচ ও একসময়ের ইংলিশ ক্লাব এভারটনের খেলোয়াড় লি তিয়ে ইতিমধ্যেই ঘুষ নেওয়ার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এ ছাড়া চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান চেন শুয়ুয়ান, যিনি প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তাকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।