বাংলাদেশের রিশাদ হোসেন ও ইংল্যান্ডের স্যাম বিলিংসের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগও হয় তাদের। এবার রিশাদ ভক্তদের জন্য সুখবর দিতে যাচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদকে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্টের অধিনায়ক বিলিংস।
বাংলাদেশের ক্রিকেটে তো বটেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজেকে দারুণভাবে মেলে ধরছেন তরুণ প্রতিভাবান এই লেগ স্পিনার। ২৩ বছর বয়সী রিশাদ হোসেনকে নিয়ে বিলিংসের আগ্রহ অবশ্য নতুন নয়। আগের মৌসুমেই ভাইটালিটি ব্লাস্টে তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এবার কেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সেই আগ্রহ আরও বাস্তব রূপ পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদের প্রশংসার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান এই ইংলিশ ব্যাটার। রিশাদের সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিলিংস বলেন, ‘রিশাদের সাথে কথা হয়েছে। ও খুব খুশি যে আমি বিপিএল খেলতে এসেছি। রিশাদ অসাধারণ ক্রিকেটার। গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়নি। এবার কেন্টের অধিনায়ক আমি, আশা করি ও খেলতে পারবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন রিশাদ হোসেন ও স্যাম বিলিংস। চলতি আসরে বিলিংস খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। অন্যদিকে রিশাদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিগ ব্যাশ লিগ খেলতে। বিলিংসও বিপিএলে আসার আগে বিগ ব্যাশ খেলে এসেছেন। তবে ভক্ত-অনুরাগীদের এখন দেখার অপেক্ষা, আগামী মৌসুমে ইংল্যান্ডের মাঠে রিশাদ হোসেনকে কেন্টের জার্সিতে দেখা যায় কি না।