Image description

বিপিএলের এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর বড় ইনিংস গড়তে পারেনি। টপ অর্ডারের ব্যর্থতার চাপ থেকে আর বেরোতে পারেনি দলটি। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা হলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। সিলেটের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে রংপুরের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে অল্পতেই থেমেছে তিস্তার পাড়ের দলটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হোম অব ক্রিকেটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় মাত্র ২৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্স। চার ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় ১ রান, লিটন ও মালান সমান ৪ করে এবং ৮ রান করেন কাইল মায়ার্স।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯ বলে ৩০ রান করে খুশদিলের বিদায়ের পর সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রিয়াদ আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

তবে সোহানও শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি। রিয়াদ ২ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন, আর সোহান ২৪ বলে ১৮ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১১ রান।

অন্যদিকে সিলেটের হয়ে দুর্দান্ত ছিলেন খালেদ আহমেদ। মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। সমানতালে কার্যকর ছিলেন ক্রিস ওকস, ১৫ রান খরচায় নেন দুটি উইকেট। নাসুম আহমেদও ১২ রানে ২টি উইকেট নিজের ঝুলিতে পোরেন।